শিবপুরে মুক্তিপণের টাকা পেয়েও শিশুটিকে হত্যা করলো মামা!
১৪ জুন ২০১৯, ০৬:০২ পিএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর শিবপুর থেকে নিখোঁজের ১১ দিন পর সিয়াম (৮) নামের তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ বরিশাল থেকে উদ্ধার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৪ জুন) সকালে বরিশালের হিজলা উপজেলার আবুপুর দুর্গম চরাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত সিয়াম শিবপুর উপজেলার কারারচর (বিসিক শিল্পনগরী) এলাকার খাবার হোটেল ব্যবসায়ী হাফেজ নূর উদ্দিনের ছেলে। সে পলাশ উপজেলার দড়িচর এলাকায় আল সাফা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত শিশুর চাচাতো মামা সাফায়াত হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্কুল ছাত্রের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২ জুন সন্ধ্যায় বাড়ির পাশের সড়ক থেকে নিখোঁজ হয় সিয়াম। ওই রাতেই অপহরণকারীরা তাঁর মা লাকি আক্তারের মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। কিন্তু অপহরণকারীরা কোনো ব্যাংকের একাউন্ট নম্বর কিংবা বিকাশ নম্বর না দেওয়ায় মুক্তিপণের টাকা পাঠানো সম্ভব হয়নি। এ ঘটনায় সিয়ামের বাবা শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন ও পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ তাৎক্ষণিক বিষয়টি গুরুত্ব দিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তভার দেন।
ঘটনার দুদিন পর অপহরণকারীরা বিকাশ নম্বর দিলে ৩০ হাজার টাকা মুক্তিপণ পাঠায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুপন কুমার সরকার তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৩ জুন সিয়ামের চাচাতো মামা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালিনগর এলাকার হাবিব মিয়ার ছেলে সাফায়াত হোসেনকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে আটক করে।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার বরিশালের হিজলা উপজেলার আবুপুর দুর্গম চরাঞ্চল এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে সিয়ামের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই রুপণ কুমার সরকার বলেন, স্কুলছাত্র শিশু সিয়ামের চাচাতো মামা সাফায়াত হোসেন লোভের বশ:বর্তী হয়ে সিয়ামকে অপহরণ করে। এরমধ্যে সে তাঁর পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। পরে শিশু সিয়ামকে নিয়ে সাফায়াত গত ৯ জুন সদরঘাট থেকে মাদারীপুর কালকিনি গামী দ্বীপরাজ-৪ নামের একটি লঞ্চযোগে বরিশাল যাওয়ার পথে লঞ্চ থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এ ঘটনায় সাফায়েতকে আটক করার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশালের হিজলা উপজেলার দুর্গম চরাঞ্চল আবুপুর এলাকা থেকে সিয়ামের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
- মাজারে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ
- নরসিংদীতে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, ভাল সম্পর্ক চাই তবে সমতার ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা
- বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল, সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি: শিল্প উপদেষ্টা
- বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করে নিজেদের জন্য নয়: ড. আব্দুল মঈন খান
- র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন
- পৃথিবীতে এখনও খাদ্যের জন্য হাহাকার থেমে নেই: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
- মাজারে ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ
- নরসিংদীতে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, ভাল সম্পর্ক চাই তবে সমতার ভিত্তিতে: পররাষ্ট্র উপদেষ্টা
- বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল, সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি: শিল্প উপদেষ্টা
- বিএনপি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করে নিজেদের জন্য নয়: ড. আব্দুল মঈন খান
- র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নরসিংদী মুক্ত দিবস পালন
- পৃথিবীতে এখনও খাদ্যের জন্য হাহাকার থেমে নেই: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
- হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা