শিবপুরে শিক্ষকদের মানববন্ধন

২৫ এপ্রিল ২০১৯, ০৪:২৬ পিএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ এএম


শিবপুরে শিক্ষকদের মানববন্ধন


শিবপুর প্রতিনিধি ॥
এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রতিবাদে নরসিংদীর শিবপুরে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি শিবপুর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় শিবপুর প্রেসকাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে করেছেন উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধন শেষে শিবপুর প্রেসকাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিবপুর মডেল থানা হয়ে উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসারে নিকট মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।



এই বিভাগের আরও