শিবপুরে নৌকার এজেন্ট নিহতের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মামলা

০২ জানুয়ারি ২০১৯, ০৪:১৮ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫২ এএম


শিবপুরে নৌকার এজেন্ট নিহতের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক


নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নৌকার এজেন্ট মিলন মিয়া (৪৫) নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) নিহত মিলনের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ও তার ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম মোল্লাসহ ৮ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়। এছাড়া মামলায় আরও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মামলার বিষয়টি নিশ্চিত করে দুই আসামীর নাম প্রকাশ করলেও তদন্তের স্বার্থে বাকী আসামীদের নাম প্রকাশ করেননি।

পুলিশ জানায়, মামলার বিবরণে উল্লেখ করা হয় ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা, তার ভাই তাজুল মোল্লাসহ তাদের লোকজন কুন্দারপাড়া কেন্দ্রে জোরপূর্বক সিংহ প্রতিকে সীল মারার চেষ্টা করেন। এসময় নৌকা প্রতিকের এজেন্ট মিলন মিয়া এতে বাধা প্রদান করলে সিংহ প্রতিকের প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা ও তার লোকজন ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তারা মিলনকে জোরপূর্বক কেন্দ্রের বাইরে ধরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দ্বারা খুন করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত এ মামলায় আমাকে এবং আমার পরিবারকে জড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে তারা নিজেরাই এ হত্যার ঘটনা ঘটিয়েছে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর রবিবার দুপুর ১২টার দিকে নরসিংদী-৩ (শিবপুর) নির্বাচনী এলাকার কুন্দারপাড়ার ভোট কেন্দ্রের অদূর থেকে পুলিশ নৌকার এজেন্ট মো. মিলন মিয়া (৪৫) এর গলাকাটা লাশ উদ্ধার করে। নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জহিরুল হক ভূঁইয়া মোহন (নৌকা প্রতিক)। এ আসনে অপর প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা।



এই বিভাগের আরও