শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে আপন চাচা ও চাচাতো ভাইয়েরা। ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে।
নিহতরা হলেন- অলিউল ইসলাম সোহাগ (৪০) ও তার ভাই সাজ্জাদুল ইসলাম রানা (৩৫)। তারা একই গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে। এসময় নিহতদের মা শামীমা আক্তার গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, দিদার ও বিদ্যুৎ এর বাড়ীর ব্যবহৃত টিউবওয়েল এর পানি চাচাতো ভাই সোহাগদের বাড়ীর উপর দিয়ে নিস্কাশন করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচা মামুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ ছুরি, বল্লম, শাবল নিয়ে সোহাগ ও তার ছোট ভাই রানার উপর হামলা চলায়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রানা নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় অপর ভাই সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মা শামীমা আক্তার জানান, দিদারদের টিউবওয়েলের পানি আমাদের বাড়ীর উপরে আসে, এতে আমাদের চলাচল করতে সমস্যা হয়। এ নিয়ে আমার ছোট ছেলে রানা তার চাচা মামুনকে জানালে সে ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ আমার ছোট ছেলে রানাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এসময় রানার চিৎকারে আমার অপর ছেলে সোহাগ দৌড়ে এগিয়ে গেলে দিদার ও বিদ্যুৎ তাকেও এলোপাতারি লাঠি দিয়ে পিটাতে থাকে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমার ছেলেদের হত্যাকারীদের বিচার চাই।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পরিবারের পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আইনী প্রক্রিয়া চলমান।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদা সম্পন্নদের হুইলচেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
- পলাশে সিমেন্ট কারখানায় হামলা: মামলা তুলে নিয়ে দুঃখ প্রকাশ কারখানা কর্তৃপক্ষের
- শিবপুরে ধানের শীষ প্রতিকের পক্ষে জনসভা ও মিছিল, দলীয় প্রার্থী মনোনয়নের দাবি
- নরসিংদী-১ (সদর) আসনে গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করলেন খায়রুল কবির খোকন
- চর দীঘলদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দুইপক্ষের টেঁটাযুদ্ধে আহত ১৫
- যারা জামানত হারাবে-তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে :খায়রুল কবির খোকন
- আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত
- রায়পুরায় দুই ভাইকে হত্যা: আপন চাচা সহ আরও ৩ আসামী গ্রেপ্তার
- নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন ১২ চিকিৎসক
- দুইভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামী শিপন গ্রেপ্তার
- বিশেষ চাহিদা সম্পন্নদের হুইলচেয়ার ও কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
- পলাশে সিমেন্ট কারখানায় হামলা: মামলা তুলে নিয়ে দুঃখ প্রকাশ কারখানা কর্তৃপক্ষের
- শিবপুরে ধানের শীষ প্রতিকের পক্ষে জনসভা ও মিছিল, দলীয় প্রার্থী মনোনয়নের দাবি
- নরসিংদী-১ (সদর) আসনে গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করলেন খায়রুল কবির খোকন
- চর দীঘলদীতে মাইকে ঘোষণা দিয়ে ফের দুইপক্ষের টেঁটাযুদ্ধে আহত ১৫
- যারা জামানত হারাবে-তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে :খায়রুল কবির খোকন
- আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত
- রায়পুরায় দুই ভাইকে হত্যা: আপন চাচা সহ আরও ৩ আসামী গ্রেপ্তার
- নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিলেন ১২ চিকিৎসক
- দুইভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামী শিপন গ্রেপ্তার
এই বিভাগের আরও