শিবপুরে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

০৫ জুলাই ২০২৩, ০৩:৪৭ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০১:২৫ পিএম


শিবপুরে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে গোসলে নেমে পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরানদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সামিয়া উপজেলার পুরানদিয়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ও স্থানীয় বাজনাব আবুল ফায়েজ মোল্লা উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণির  শিক্ষার্থী।

পুটিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান খন্দকার হাসান উল সানী এলিছ স্থানীয়দের বরাতে জানান, বাড়ির অদূরে মান্নান জাকারিয়ার মালিকানাধীন একটি পুকুরে গোসল করতে নামে তিন শিশু। এসময় পানিতে তলিয়ে নিখোঁজ হয় সামিয়া আক্তার। সঙ্গে থাকা শিশুদের ডাক-চিৎকারে স্থানীয়রা গিয়ে পুকুর থেকে সামিয়ার মরদেহ উদ্ধার করেন।

 



এই বিভাগের আরও