শিবপুরে যাত্রীবাহি বাস খাদে পড়ে পথচারী নিহত

৩১ অক্টোবর ২০২০, ০১:০৫ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১২ এএম


শিবপুরে যাত্রীবাহি বাস খাদে পড়ে পথচারী নিহত

মোমেন খান:

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহি বাস খাদে পড়ে মোশাররফ হোসেন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত মোশাররফ শিবপুরের ঘাসিরদিয়া পুকুরপাড় এলাকার মৃত মহাজ উদ্দিন এর ছেলে। খবর পেয়ে খাদে পড়া বাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

শনিবার(৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,  কিশোরগঞ্জ থেকে ঢাকা যাবার পথে যাতায়াত পরিবহন এর একটি যাত্রীবাহি বাসের সামনের চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা মোশাররফ হোসেন নামে এক পথচারীকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় বাসটির যাত্রীদের কেউ হতাহত হয়নি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ খাদে পড়া বাসটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক জহিরুল ইসলাম।



এই বিভাগের আরও