রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ শুরু

২০ মে ২০২৩, ০৪:৪২ পিএম | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫ এএম


রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ শুরু

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য এডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউছার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, সহ-সভাপতি এডভোকেট সামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সদস্য হারুনুর রশিদ, মালু মিয়া, আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য রিয়াদ আহামেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া প্রমুখ।

এ ছাড়া জেলা, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও