রায়পুরায় বিনামূল্যে দাতের চিকিৎসা প্রদান ক্যাম্প

১৯ অক্টোবর ২০২২, ০৩:০২ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৬:০৪ পিএম


রায়পুরায় বিনামূল্যে দাতের চিকিৎসা প্রদান ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় স্কুলের শিক্ষার্থী ও শিশুসহ প্রায় ১ হাজার নারী পুরুষকে বিনামূল্যে দাতের চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেয় উপজেলার ডৌকারচর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন।

ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা দেন ওরাল এন্ড ডেন্টাল সার্জন (বি.ডি.এস) ডা. মো. এনামুল হকসহ ১৫ জন ডেন্টাল টেকনোলজিস্ট।

নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা সাহারাজ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডৌকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ ফরাজী।

নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন রাশেদের সভাপতিত্বে ক্যাম্পে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন চৌধুরী, ডৌকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়রে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিম, উন্মোচন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মাহবুব আলম, সৌদি প্রবাসী কিরণ মিয়া, নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আলতাব হোসেন ও সরকারি হোসেন আলী কলেজের প্রভাষক আবুল হাসান তারেক।



এই বিভাগের আরও