রায়পুরায় কঠোর অবস্থানে প্রশাসন, স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

০২ জুলাই ২০২১, ০৬:১৩ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪০ এএম


রায়পুরায় কঠোর অবস্থানে প্রশাসন, স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় করোনা ভাইরাস বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। শুক্রবার উপজেলার শ্রীরামপুর রেলগেইট ও রায়পুরা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় পথচারী ও ব্যবসায়ীদের জরিমানা করা হয়।


স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার। এ সময় তার সঙ্গে ছিলেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মুহিতসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।


এদিকে নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ৪৮ঘন্টায় রায়পুরা উপজেলায় ১১টি নমুনা (র‌্যাপিড এন্টিজেন) পরীক্ষায় ৫জনের শরীরে করোনা শনাক্ত হয়।