রায়পুরায় দৃষ্টিপ্রতিবন্ধী জোলেখাসহ ১০ পরিবার পেল পাকাঘর

২০ জুন ২০২১, ০৭:৩০ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪০ এএম


রায়পুরায় দৃষ্টিপ্রতিবন্ধী জোলেখাসহ ১০ পরিবার পেল পাকাঘর

রায়পুরা প্রতিনিধি:
চার বছর আগে দৃষ্টিপ্রতিবন্ধী জোলেখা খাতুনের স্বামী নিরুদ্দেশ হন। এরপর একমাত্র পুত্র সন্তান নিয়ে চাল-চোলোহীন জোলেখার জীবন কাটছিল সীমাহীন কষ্টে। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ পাকাঘর পেয়েছেন তিনি।


রবিবার (২০ জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।


এরপর (আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত) নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ও মির্জাপুরে ১০টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি বুঝিয়ে দেন রায়পুরা উপজেলা প্রশাসন।


রায়পুরা উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলামসহ ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।



এই বিভাগের আরও