পলাশে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

২০ নভেম্বর ২০১৯, ০৩:৪৭ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৫ এএম


পলাশে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ নভেম্বর) দুপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পলাশের হাট-বাজার গুলোতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট ফারহানা আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


এ সময় তালতলী বাজারে পাইকারী ব্যবসায়ী বাহাউদ্দিন গাজীর দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ভোগ্য পণ্য ও ৪০ কেজি নিষিদ্ধ-ঘোষিত পলিথিন পাওয়ায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া দেশে লবণ সংকট এমন গুজবে যেনো কেউ কান না দেয়, সেজন্য জন-সাধারণকে সচেতন করা হয়। এসময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী বলেন, দেশে লবণের কোনো ঘাটতি নেই। যার ফলে গায়ের মূল্যের চেয়ে বেশি দামে কেউ লবণ ক্রয় করবেন না। আর গায়ের মূল্যের চেয়ে বেশি দাম যদি কোনো দোকানি চায়। তবে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবগত করার আহ্বান জানান তিনি।



এই বিভাগের আরও