পলাশে দিনব্যাপি শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত

১৮ জুলাই ২০২৩, ০৫:১০ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৪১ এএম


পলাশে দিনব্যাপি শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত

পলাশ প্রতিনিধি:
শিক্ষার আলো জ্বালাব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষা উপকরণ মেলা। আজ মঙ্গলবার উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ উপকরণ মেলা অনুষ্ঠিত হয়।

বিদালয়ের প্রধান শিক্ষক মো: উবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। এ সময় আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তার ও স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সফিকুল ইসলাম।


বিষয়ভিত্তিক শিক্ষা উপকরণ মেলায় ঘোড়াশাল পাইলট উচ্চ বিদায়ের ৮টি স্টলে শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়। অধিকাংশ উপকরণ তৈরি করে শিক্ষার্থীরা। পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তিনটি সেরা স্টলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।



এই বিভাগের আরও