পলাশে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে সহায়ক উপকরণ বিতরণ

২৪ মে ২০২৩, ০৩:১৯ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ১২:০৮ পিএম


পলাশে ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে সহায়ক উপকরণ বিতরণ

পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চত্বরে এসব বিতরণ করা হয়।

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান, কর্মসূচির আওতায় পলাশ উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের মাধ্যমে জীবিকা নির্বাহের জন্য ৫ জনকে ২৫ হাজার টাকা করে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ৫ জনের হাতে সহায়ক উপকরণ হিসেবে ছাগল ও ব্যবসা করার জন্য মুদী মালামালসহ নগদ অর্থ তুলে দেন।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা সমাজসেবা অফিসার উজ্জল মুন্সি উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও