ঘোড়াশালে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

০২ আগস্ট ২০২১, ০৭:৪১ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ০৯:১৩ এএম


ঘোড়াশালে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক পৌর এলাকার উত্তর চরপাড়া মহল্লা থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক বলেন, এডিশ মশা যেন বংশ বিস্তার না করতে পারে সেদিকে বিশেষ লক্ষ্য রেখেই মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার প্রতিটি পাড়া মহল্লা ও বাড়ির আঙিনা পরিস্কারের জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের মধ্যে যেন ডেঙ্গুর প্রকোপ না দেখা দেয়, সেই লক্ষ্যে পৌরবাসীকে নিরাপদ রাখতে পর্যায়ক্রমে সব ওয়ার্ডে মশক নিধনে স্প্রে করা হবে। পাশাপাশি পৌর এলাকার সব নাগরিককে তাদের বাসা বাড়ির ফুলের টব ও এসিসহ অন্যান্য স্থানে যেন কোন অবস্থাতেই পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন রাখতে হবে।

মশক নিধন কার্যক্রম উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাৎ, ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম রুমেল, ঘোড়াশাল পৌরসভার ক্যাশিয়ার শহিদুল ইসলামসহ স্থানীয় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।



এই বিভাগের আরও