পলাশে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

১৯ জুন ২০২১, ০৬:২৭ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ০৩:৩৩ এএম


পলাশে উপজেলা  নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

পলাশ প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিনকে পদোন্নতি ও বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়দুর রহমান তালুকদার, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ছিদ্দিকী নয়ন, পলাশ প্রেসক্লাবের সভাপতি এস এম শফি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আরিফুর রহমান প্রমুখ।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় মৌলভীবাজার জেলায় যোগদান করবেন।



এই বিভাগের আরও