ঘোড়াশালে মসজিদ-মন্দিরে অনুদান প্রদান

০৯ জুন ২০২১, ০৫:৪০ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ এএম


ঘোড়াশালে মসজিদ-মন্দিরে অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌরসভার উদ্দ্যোগে মসজিদ-মাদ্রাসা ও মন্দিরে সরকারী অনুদান প্রদান করা হয়েছে। আজ বুধবার (৯ জুন) সকালে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ২৩টি মসজিদ-মাদ্রাসা ও মন্দিরে ১৩ লাখ ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়।

পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র শরীফুল হকের সভাপতিত্বে ২৩টি মসজিদ-মাদ্রাসা ও মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে সরকারী অনুদান তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, ঘোড়াশাল পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাৎ, হিসাব রক্ষক শহিদুল ইসলাম ও পৌর কাউন্সিলরসহ বিভিন্ন ওয়ার্ডের মসজিদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।



এই বিভাগের আরও