দুটি প্রশিক্ষণ বিমান আকাশে বিধ্বস্ত

২৭ ডিসেম্বর ২০১৭, ০৫:১২ পিএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম


দুটি প্রশিক্ষণ বিমান আকাশে বিধ্বস্ত
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টা খানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। দুটি বিমানের মডেল ইয়াক-১৩০। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন। আইএসপিআরের পরিচালক রাশিদুল হাসান বলেন, দুই বিমানে থাকা চারজনকেই উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। বিমানবাহিনীর বরাত দিয়ে কক্সবাজারের এএসপি (ডিএসবি) শহীদুল ইসলাম সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোকে বলেন, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিধ্বস্ত হওয়ার পর বিমান দুটি দুই জায়গা পড়েছে। একটি মহেশখালীর পালপাড়ায় এবং অন্যটি কম্পনিয়া পাহাড়ি এলাকায় পড়েছে। বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।


এই বিভাগের আরও