নিজের বাবার সাথে কখনো দেখা করেননি স্টিভ জবস
২০ ডিসেম্বর ২০১৭, ০৭:১৯ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:১৬ এএম
ফাহিম ইবনে সারওয়ার
স্টিভ জবস বড় হয়েছিলেন তাঁর পালক বাবা-মার কাছে। ১৯৮৬ সালে জবসের পালক মা ক্লারা (Clara) জবস মারা যাওয়ার পর জবস নিজের জন্মদাতা বাবা ও মাকে খুঁজে বের করবেন বলে মনস্থির করেন। পালক বাবা পল জবসের কাছে অনুমতি চাইলে তিনি জবসকে এগিয়ে যেতে বলেন।
ভাড়াটে গোয়েন্দার সহযোগিতায় জবস প্রথমে তাঁর জন্মদাত্রী মা জোয়ানা শিবল (Joanne Schieble) কে খুঁজে পান।জোয়ানা তখন থাকেন লস অ্যাঞ্জেলসে। মার কাছ থেকেই জবস জানতে পারেন তাঁর জন্মদাতা বাবার নাম আব্দুলফাত্তাহ জন জান্দালি (Abdulfattah John Jandali)। তিনি ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক।
জবসের জন্মের সময় জান্দালি ও জোয়ানা ছিলেন অবিবাহিত। সে সময় সন্তান পালনের মত সামর্থ্যও তাদের ছিল না। তাই জোয়ানা তার সন্তানকে দত্তক দেন। এ নিয়ে তার মনে দু:খবোধ ছিল। পরবর্তীতে জান্দালি ও জোয়ানা বিয়ে করেন এবং তাদের একটি মেয়ে হয় যার নাম রাখা হয় মোনা। জান্দালি ও জোয়ানার মধ্যে পরবর্তীতে বিচ্ছেদ হয়ে যায় এবং জোয়ানা আবার বিয়ে করেন।
মা এবং বোনকে খুঁজে পেলেও সে সময় বাবাকে খোঁজার ব্যপারে আগ্রহী ছিলেন না স্টিভ জবস। পরবর্তীতে জবসের বোন মোনা সিম্পসন বাবাকে খুঁজে বের করেন। মোনা ছিলেন একজন সাহিত্যিক এবং প্যারিস রিভিউ নামের একটি ম্যাগাজিনে কাজ করতেন।
মোনা খুঁজে বের করলেন যে তাদের বাবা তখন ক্যালিফোর্নিয়ার সারামেন্টোতে (Sacramento) রেস্টুরেন্ট ব্যবসা করেন। অধ্যাপনা ছেড়ে দিয়েছেন আরো আগেই। মোনা বাবার সাথে দেখা করতে যাবেন বলে জবসকে জানান। তবে জবস বাবার সাথে দেখা করার ব্যপারে আগ্রহী ছিলেন না। তাঁর ধারণা ছিল বাবা হয়তো তার অঢেল ধন সম্পদে অধিকার চেয়ে বসবেন। এই ভয় থেকেই মোনাকে তিনি মানা করেন বাবাকে যেন তার কথা না জানায়।
বাবার সাথে দেখা করে নিজের পরিচয় জানান মোনা। মেয়েকে পেয়ে বাবা খুশি হন। মোনাও কথায় কথায় তার বড় ভাইয়ের কথা বাবাকে জিজ্ঞেস করেন। তিনি উত্তর দেন যে, তিনি জীবনে কখনো তার সেই ছেলেকে দেখেননি।
জান্দালি নিজের রেস্টুরেন্ট ঘুরিয়ে দেখান মেয়েকে। তিনি জানান, এর আগে সান জোসেতে তার আরেকটা রেস্টুরেন্ট ছিল। তিনি মেয়েকে বলেন, ‘সেই রেস্টুরেন্টে প্রযুক্তি জগতের বিখ্যাত সব লোকজন খেতে আসতেন, এমনকি স্টিভ জবসও!’
বাবার এমন কথায় মোনা চমকে যান। যদিও ভাইয়ের নিষেধ থাকায় মোনা বাবাকে কিছু বলেন না, শুধু জানতে চান স্টিভ জবস লোকটা কেমন? জান্দালি উত্তর দেন, ‘বেশ ভালো একজন মানুষ। মোটা টাকা বকশিশ দেয়।’
রেস্টুরেন্ট থেকে বের হয়েই মোনা ফোন দিয়ে ভাইকে এই কথা জানান। স্টিভ জবসও এই কথা শুনে পুলকিত হন এবং সেই রেস্টুরেন্ট ও রেস্টুরেন্ট মালিকের কথা মনে করে বলেন, ‘একজন সিরিয়ান টেকো লোক রেস্টুরেন্টটা চালাতো। আমরা হ্যান্ডশেক করেছিলাম।’
তবে স্টিভ জবস তাঁর জন্মদাতা বাবার সাথে দেখা করেননি। আর মোনাও বাবাকে জানাননি যে স্টিভ জবস তারই ছেলে। তবে পরবর্তীতে বিভিন্ন পত্রিকার খবরের মাধ্যমে জান্দালি জানতে পেরেছিলেন যে স্টিভ জবসই তার সন্তান।
* কারেন ব্লুমেন্থালের লেখা স্টিভ জবসের জীবনী ‘স্টিভ জবস: দ্য ম্যান হু থট ডিফারেন্ট’ বই থেকে।
বিভাগ : নরসিংদীর খবর
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
এই বিভাগের আরও