নরসিংদীতে শীতাতপ ব্যবস্থা কার্যকর না থাকায় ইনডেক্স প্লাজা বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত

০৯ জুন ২০১৮, ০১:৩৮ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪১ পিএম


নরসিংদীতে শীতাতপ ব্যবস্থা কার্যকর না থাকায় ইনডেক্স প্লাজা বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত
দীর্ঘদিন ধরে তীব্র গরমেও শীতাতপ ব্যবস্থা কার্যকর না থাকায় নরসিংদীর ইনডেক্স প্লাজা সাময়িক বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ আলম মিয়া ও শাহরুখ খানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ আদেশ দেন। শীঘ্রই শীতাতপ ব্যবস্থা কার্যকর করে ভোক্তা অধিকার নিশ্চিত করা না হলে মার্কেটটি স্থায়ী ভাবে বন্ধ করে দেয়ারও সিদ্ধান্ত দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ আলম মিয়া জানান, দীর্ঘদিন ধরেই শহরের অভিযাত এ মার্কেটে শীতাতপ ব্যবস্থা কার্যকর নেই। পাশাপাশি মার্কেট পরিচালনায় নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। সাধারণ ক্রেতা-বিক্রেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে আজ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রাথমিক ভাবে মার্কেটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতাতপ ব্যবস্থাসহ ভোক্তা অধিকার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে এটি। ভোক্তা অধিকার নিশ্চিত করণে জেলা প্রশাসেন এ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও