জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম | আপডেট: ০৩ মে ২০২৪, ১০:২০ পিএম


জেলা রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে সুষ্ঠুভাবে জেলা রাজস্ব প্রশাসনের ৩৮টি অফিস সহায়ক পদ এর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মোট ৯টি কেন্দ্রে সুষ্ঠুভাবে এ পরীক্ষা গ্রহণ করা হয়।


এর আগে অনিবার্য কারণ দেখিয়ে বারবার এ পদের পরীক্ষার তারিখ নির্ধারণ করেও পরীক্ষা স্থগিত হয়েছিল। অবশেষে পরীক্ষা গ্রহণ করায় প্রার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবাগত জেলা প্রশাসক ড. বদিউল আলম এ নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগদান নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।


পরীক্ষায় অসুদপায় অবলম্বন, দালাল ও প্রতারক চক্রের প্রলোভনে আর্থিক লেনদেন না করণ, যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা উল্লেখ করে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করা হয়। জেলা ও উপজেলার সকল ওয়েবপোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় বিভিন্ন পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


প্রতি কেন্দ্রে পুলিশের পর্যাপ্ত ফোর্সসহ ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্রেজারি থেকে প্রশ্নপত্রের ট্রাংক নেওয়া এবং পরীক্ষা শেষে ট্রাংক ট্রেজারিতে নিয়ে আসাসহ সার্বিক আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। ০৯ টি কেন্দ্রে ২২১ জন কক্ষ পরিদর্শক পরীক্ষা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে গ্রহণের দায়িত্ব পালন করেন। ভিজিল্যান্স টিম এবং জেলার অতিরিক্ত জেলা প্রশাসকরা বিভিন্ন কেন্দ্রে সুপারভিশনের দায়িত্ব পালন করেন।


কোডিং, ডিকোডিংসহ এ পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য ৬০ জন বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ট্যাবুলেশন শিটসহ ফলাফল প্রস্তুতকরণে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।