নরসিংদীতে বিভলবার ও গুলিসহ ২ জন গ্রেপ্তার

২৮ আগস্ট ২০২৩, ০৫:১০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম


নরসিংদীতে  বিভলবার ও গুলিসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ১টি সচল বিদেশি বিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়ন্দা শাখা (ডিবি)। সোমবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এর আগে রোববার দিবাগত রাত ৯টার দিকে নরসিংদী সদর থানার বাদুয়ারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো সদর থানার উত্তর ঘোড়াদিয়া এলাকার জাহিদ গাজী (২২) ও শিবপুর থানার গোবিন্দী এলাকার আল আমিন (২৮)।


অতিরিক্ত পুলিশ সুপার জানান, চলমান অবৈধ অস্ত্র এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বাদুয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১টি বিদেশি বিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।



এই বিভাগের আরও