নরসিংদীতে একদিনে  আরও  ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত

০১ আগস্ট ২০২৩, ০৯:১৯ এএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ০৭:১৩ এএম


নরসিংদীতে একদিনে  আরও  ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার  সকালে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় জেলার সরকারি হাসপাতালে শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন । এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮১ জনে। এরমধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৪৯ জন, সদর হাসপাতালে ১৫ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৭ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৪ জন। ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে  ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৬ জন।

জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি মোট সেবা প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮৪ জন। জানুয়ারি ২০২৩ হতে ডেঙ্গুতে অদ্যাবধি মারা গেছেন ১ জন।

১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, নরসিংদীর তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। প্রতিদিন ডেঙ্গু জ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। অনেকে ডেঙ্গুর উপসর্গ বুঝতে না পেরে দেরিতে হাসপাতালে আসছেন। যথাসময়ে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিলে হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় থেকেও সুস্থ হওয়া সম্ভব বলে জানান চিকিৎসক।



এই বিভাগের আরও