নরসিংদীতে হাসপাতালে আরও ৯ ডেঙ্গু রোগী

২০ জুলাই ২০২৩, ০২:০৭ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১১:৫৫ এএম


নরসিংদীতে হাসপাতালে আরও ৯ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার  সকালে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায়  নতুন ৯ জন ডেঙ্গু রোগী  হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২৩ জন। এরমধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ১৫ জন, সদর হাসপাতালে ৫ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন। হাসপাতাল থেকে  ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৮ জন।

জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি মোট সেবা প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১১৯ জন। জানুয়ারি ২০২৩ হতে ডেঙ্গুতে অদ্যাবধি মোট মৃত্যু ১ জন।



এই বিভাগের আরও