জাতীয় শিক্ষা সপ্তাহ: নরসিংদীর এনকেএম স্কুলের দুই শিক্ষার্থীর জাতীয় পুরস্কার অর্জন

২২ জুন ২০২৩, ০৭:৪৬ পিএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পিএম


জাতীয় শিক্ষা সপ্তাহ: নরসিংদীর এনকেএম স্কুলের দুই শিক্ষার্থীর জাতীয় পুরস্কার অর্জন

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মোট ২২০ জনকে পুরস্কৃত হয়েছে। গত সোমবার (১৯ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার  মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


এরমধ্যে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস (এনকেএম) এর দুই কৃতি শিক্ষার্থী। তারা হচ্ছেন, স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অন্নয় সাহা রুদ্র বিতর্ক ক্যাটাগরিতে ‘ক’ বিভাগে সারাদেশে প্রথম স্থান এবং নবম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদ সামি বাংলা ক্যাটাগরিতে রচনা প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে সারাদেশে তৃতীয় স্থান অর্জন করেছে।


সাফল্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস (এনকেএম) এর প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, জাতীয় পর্যায়ের এ সাফল্যে এনকেএম পরিবার আনন্দে উচ্ছ্বসিত।



এই বিভাগের আরও