শেখ রাসেলের জীবন থেকে অনুপ্রেরণা পাক প্রতিটি শিশু

১৮ অক্টোবর ২০২২, ০৩:৪৯ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫২ পিএম


শেখ রাসেলের জীবন থেকে অনুপ্রেরণা পাক প্রতিটি শিশু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে আলোচনা সভা, র‌্যালীসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর কনিষ্ট সন্তান শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জয়বাংলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করা হয়। পুষ্পার্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী ও পৌরসভার মেয়র মো আমজাদ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‍্যালিটি নরসিংদী সার্কিট হাউস থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ এসে শেষ হয়। পরে কেক কাটা ও বেলুন উড়ান অতিথিরা। শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ রাসেল বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে একটি আদর্শ ও ভালোবাসার নাম। অদম্য বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় প্রতিটি শিশুই অনুপ্রেরণা পাক শেখ রাসেলের জীবন থেকে। নতুন প্রজন্ম গড়ে উঠুক মুক্তির পরশ ছুঁয়ে।

পলাশে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে র‌্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া জেলা বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন।  



এই বিভাগের আরও