‘বিক্ষোভ নয়, তারা আনন্দ উল্লাস করছিল’
২২ জানুয়ারি ২০১৮, ০৫:৩১ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পিএম

অনলাইন ডেস্ক
[caption id="attachment_1477" align="alignnone" width="650"]
ছবিঃসংগৃহীত[/caption]
আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক পদ নিয়ে ছাত্রলীগের সাবেক নেতারা বিক্ষোভ করেননি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বরং এ ঘটনা নিয়ে প্রকাশিত সব সংবাদকে ভুল বলেও উল্লেখ করেন তিনি।
আজ রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
গতকাল সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের দ্বিতীয় তলায় ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এসব খবরে বলা হয়, নতুন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে কথা বলছিলেন এই নেতা। এ সময় সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা কক্ষটির সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। তবে তখনো বিক্ষোভ ও স্লোগান অব্যাহত রাখেন ওই নেতারা।
এ বিষয়ে সাংবাদিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমি একজন মুসলমান, আমি কি নামাজও পড়তে পারব না। আমি দরজা বন্ধ করে একাকী নামাজ পড়লেও আপনারা লিখে দেন আমি জানি কী করছিলাম। এগুলো তো সুস্থ সাংবাদিকতা না। আপনাদের তো অবাধ স্বাধীনতা আছে। নিউজগুলো প্রকাশ করার আগে আপনাদের উচিত সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী একটু যাচাই-বাছাই করে নেওয়া। তাহলে আর ভুল বোঝাবুঝি হয় না। কালকের যে ঘটনা নিয়ে আপনারা সংবাদ করেছেন, আমার জানামতে সেখানে কোনো সাংবাদিক ছিল না। তাহলে আপনারাই বলেন, অনেকগুলো পত্রিকায় দেখলাম একই ধরনের সংবাদ। এগুলো দুঃখজনক।’
মন্ত্রী বলেন, ‘আমি পাঁচ বছর জেল খেটেছি। টানা নয় বছর মন্ত্রী, দলের সাধারণ সম্পাদক। এই অবস্থায় এসে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। দলের জন্য দেশের জন্য সর্বোচ্চটাই আমি এখন দিতে চাই। যেকোনো প্রকারে হোক আরো ওপরে ওঠার মনোভাব আমার নেই। কখনো ছিলও না।’
গতকাল ধানমণ্ডিতে তাঁকে ঘিরে কোনো বিক্ষোভ হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো কমিটিও গঠন হয় নাই। কমিটি বাতিলও হয় নাই। কমিটি না হওয়া পর্যন্ত আগের কমিটির সদস্যরা সাধারণ সদস্য হিসেবে থাকবেন।’
উপকমিটি কেন গঠন করা হয়নি—জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা যাচাই-বাছাই করছি। কোনো অনুপ্রবেশকারী ঢুকে পড়ে কি না। কোনো মামলার আসামি আছে কি না। এগুলো যাচাই-বাছাই করতেই একটু সময় নিচ্ছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘বিষয়টা এমন একটা জায়গায় গেছে যে যেনতেন প্রকারেই হোক কমিটিতে নামটা ঢুকলেই তিনি এলাকায় গিয়ে বিশাল আকারের ছবি দিয়ে ওপরে কয়েকজন কেন্দ্রীয় নেতার ছবি দিয়ে পোস্টার-ফেস্টুনে ভরে ফেলেন। এমপিদের সঙ্গে বিরোধে লিপ্ত হন। এই কারণেই আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছে যাচাই-বাছাই করে দলের ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেবো।’
গতকালের ঘটনার প্রসঙ্গে এক সাংবাদিকদের জানতে চান, গতকাল তাঁকে (ওবায়দুল কাদের) যারা অবরুদ্ধ করে রেখেছিল, তারা অনুপ্রবেশকারী কি না? জবাবে মন্ত্রী বলেন, ‘আগেই বলেছি কালকে আমাকে ঘিরে কোনো বিক্ষোভ হয়নি, আমাকে অবরুদ্ধ করে রাখা হয়নি।’
তাহলে মন্ত্রীর গাড়ি ঘিরে যে বিক্ষোভের ছবি ছাপা হয়েছে সেটা কিসের? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা বিক্ষোভের ছবি নয়। তারা আনন্দ উল্লাস করছিল।’

বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- নরসিংদীতে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
- নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
- শিবপুর ও মনোহরদীর দুই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ দোকান
- রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত
- নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- রায়পুরায় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: শিক্ষকের বহিষ্কার দাবিতে মানববন্ধন
- নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা
- নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
- মাধবদীতে পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- চাঁনপুরে সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় ভাতিজার ওপর চাচার হামলা
- নরসিংদীতে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল
- নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
- শিবপুর ও মনোহরদীর দুই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২ দোকান
- রায়পুরায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত
- নরসিংদীতে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- রায়পুরায় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ: শিক্ষকের বহিষ্কার দাবিতে মানববন্ধন
- নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা
এই বিভাগের আরও