নরসিংদী সহ সারা দেশে জমে উঠেছে সরস্বতী পূজা

২২ জানুয়ারি ২০১৮, ০৩:০১ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৪ এএম


নরসিংদী সহ সারা দেশে জমে উঠেছে সরস্বতী পূজা
অনলাইন ডেস্ক [caption id="attachment_1463" align="alignnone" width="620"] ছবিঃসংগৃহীত[/caption] নরসিংদী জমে উঠেছে সরস্বতী পূজা। পূজা মন্ডপ থেকে মন্ডপে শিশু, যুব, বৃদ্ধা, সকল শ্রেনির মানুষ দলবেধে প্রতিমা দেখতে যাচ্ছে।  ঢাক ঢোল, বাঁশি আর কাঁসার শব্দে মুখরিত হয়ে হয়েছে মন্দিরগুলো। সাউন্ডবক্সে বাজানো হচ্ছে বিভিন্ন ধর্মীয় গান। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে মন্দির। এ যেন অন্যরকম শহর, অন্য এক অনুভূতি। নরসিংদী শহর এখন উৎসব মুখর। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর সূ্য্য কান্ত দাস ও সাধারন সম্পাদক দীপক সাহা জানায়, জেলার সরস্বতী পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হচ্ছে। থানা পুলিশ জানায়, পূজায় কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবী সদস্যরা কাজ করছে। বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আজ সোমবার। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। [caption id="attachment_1464" align="alignnone" width="800"] ছবিঃসংগৃহীত[/caption] সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাবেন তাঁরা। সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে জ্ঞানলোকে উদ্ভাসিত হয়ে দেশের প্রতিটি মানুষ অসাম্প্রদায়িকতা, অজ্ঞানতার অন্ধকার, কূপমুণ্ডকতা আর অকল্যাণকর সকল বাধা পেরিয়ে একটি উন্নত সমাজ গঠনে এগিয়ে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে হিন্দু সম্প্রদায়ের সবাইকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা ইত্যাদি। প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে মহাসাড়ম্বরে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা আয়োজন করা হয়েছে। সকালে শুরু হবে পূজার্চনা এবং ১০টা থেকে শুরু হবে অঞ্জলি প্রদান। সন্ধ্যায় আরতি অনুষ্ঠান। দ্বিতীয় দিন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া হলজুড়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিদ্যার্থীরা তৈরি করেছে বিভিন্ন মোটিফের ওপর ভিত্তি করে প্রতিমা ও বিভিন্ন মেটাফোরিক্যাল মণ্ডপ। দৃষ্টিনন্দন এই মহোৎসবে প্রতিফলিত হয়েছে চিরায়ত বাঙালি সংস্কৃতির শাশ্বত মহিমা এবং একই সময় রয়েছে বিভিন্ন আধুনিক প্রযুক্তির কলাকৌশল ও বিজ্ঞানের সমন্বিত শিল্পরূপ। এদিকে সরস্বতী পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, ছাত্র যুব ঐক্য পরিষদ এবং মহিলা ঐক্যপরিষদের নেতারা ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।


এই বিভাগের আরও