নরসিংদীতে ২৪ ঘন্টায় ২৩ জনের করোনা শনাক্ত

৩০ জুন ২০২২, ০২:৫২ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:১৬ এএম


নরসিংদীতে ২৪ ঘন্টায়  ২৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১৩ হাজার ৩৬৫ জনে। বৃহস্পতিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মোট ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। র‌্যাপিড এন্টিজেনের এই পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৬ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১৯ জন সদর উপজেলায় ও শিবপুরে ৪ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৭২ হাজার ৮০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৯১ জন। এরমধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি ও বাকীরা হোম আইসোলেশনে।

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ৩৩১ জন, রায়পুরাতে ৬৫৪ জন, বেলাবোতে ৮৮২ জন, মনোহরদী ৯৪৫ জন, শিবপুরে ১ হাজার ৭২৪ জন, পলাশে ১ হাজার ৮২৯ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯৩ জন। এর মধ্যে সদরে ৪২ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।

 



এই বিভাগের আরও