অতিরিক্ত ওজনের কার্টনে মিষ্টি বিক্রি, ঠকছেন ভোক্তারা
১১ জুন ২০২২, ০৬:১০ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৭ এএম
মুহাম্মদ মুছা মিয়া:
নরসিংদী জেলাজুড়ে দোকানগুলোতে বাড়তি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত ওজনের কার্টনে মিষ্টি বিক্রি করছেন। এতে সঠিক ওজনে মিষ্টি না পেয়ে ঠকছেন ক্রেতারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে নিয়মিত অভিযান পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে।
ক্রেতারা জানান, জেলার সকল উপজেলার বেশিরভাগ মিষ্টির দোকানগুলোতে অতিরিক্তি ওজনের কার্টনে মিষ্টি বিক্রি করা হচ্ছে। এতে মিষ্টিসহ অন্যান্য খাদ্যসামগ্রী কিনে ওজনে কম পেয়ে ঠকছেন ক্রেতারা। ক্রেতারা এই বিষয়ে আপত্তি জানালেও কর্নপাত করছেন না অসাধু ব্যবসায়ীরা। মিষ্টির দোকানীরা অর্ডার করে অতিরিক্ত ওজনের কার্টন তৈরি করে এসবের মধ্যে মিষ্টি বিক্রি করে বাড়তি লাভ করে ক্রেতাদের ঠকাচ্ছেন।
ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার সদর উপজেলার মাধবদী বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে গিয়ে দেখা যায়, মিষ্টি ব্যবসায়ীরা ২২০ থেকে ২৪০ গ্রাম ওজনের কার্টনে মিষ্টি বিক্রি করছেন। এসব দোকানে ১৭০ গ্রাম, ১৪০ গ্রাম ওজনের কার্টনও রাখা হয়েছে। এছাড়া শুধুমাত্র আইনী জটিলতা থেকে বাঁচার জন্য নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে মাত্র ৬০ গ্রাম বা ৬৭ গ্রাম ওজনের কার্টন সাজিয়ে রাখা হয়। সাজিয়ে রাখা এসব কার্টনে মিষ্টি বিক্রি করা হয় না।
মাধবদী বাজারের দীপা সুইটমিট, পিপাসা সুইটমিট, জলখাবার সুইটমিট, মুসলিম সুইটমিটসহ বেশ কিছু দোকানী ক্রেতাদের সাথে এমন প্রতারণা করছেন বলে অভিযোগ ক্রেতাদের।
জানতে চাইলে দীপা সুইটমিটের মালিক চিত্ত ঘোষ বলেন, ক্রেতারা ৮০ গ্রাম ওজনের কার্টনে মিষ্টি নিলে ২২০ টাকা কেজি ও ২২০ গ্রাম ওজনের কার্টনে মিষ্টি নিলে ১৬০ টাকা কেজি বলেই বিক্রি করে থাকি। এসময় তার দোকানে ৮০ গ্রাম ওজনের কার্টন আছে কী না জানতে চাইলে তিনি দেখাতে পারেননি।
পিপাসা সুইটমিটের মালিক পবিত্র চন্দ্র ঘোষ বলেন, সুইটমিট সমিতির পক্ষ থেকে ৫০ গ্রাম ওজনের কার্টন দিয়ে মিষ্টি বিক্রি করার কথা বলা হলেও কিছু দোকানদার বেশি ওজনের কার্টনে মিষ্টি বিক্রি করায় আমিও বিক্রি করছি। তবে এখন থেকে আমি আর বেশি ওজনের কার্টনে মিষ্টি বিক্রি করব না।
এবিষয়ে সুইটমিট সমিতির সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা বলেন, দোকানদারদের সঠিক ওজনের কার্টন দিয়ে মিষ্টি বিক্রি করার কথা হলেও তারা আমাদের কথা শুনছেন না। তারা বেশি ওজনের কার্টন দিয়েই মিষ্টি বিক্রি করছেন।
মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন, বাড়তি ওজনের কার্টনে মিষ্টি বিক্রির অভিযোগ আমাদের জানা নেই। তবে এরকম হয়ে থাকলে এসোসিয়েশনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে প্রায়ই বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়ে থাকে। কোন ক্রেতা বা ভোক্তা যদি অভিযোগ করেন সেক্ষেত্রেও ব্যবস্থা নেয়া হয়ে থাকে। অতিরিক্ত ওজনের কার্টনে মিষ্টি বিক্রির অভিযোগ তদন্তে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন