বানসালি ও দীপিকাকে জীবন্ত কবর দেওয়ার হুমকি

২০ জানুয়ারি ২০১৮, ০৮:১৫ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৬ এএম


বানসালি ও দীপিকাকে জীবন্ত কবর দেওয়ার হুমকি
অনলাইন ডেস্ক [caption id="attachment_1440" align="alignnone" width="650"] ছবিঃ সংগৃহীত[/caption] কয়েক দিন আগেই ‘পদ্মাবত’-এর কেন্দ্রীয় চরিত্র রানী পদ্মিনীর ভূমিকায় অভিনয় করার জন্য দীপিকার নাক কেটে নেওয়ার হুমকি দেয় করনি সেনারা। এরপর ঘোষণা করা হয় দীপিকার মাথার দাম। ছবির শুটিংয়ের সময়েই লাঞ্ছিত করা হয় পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে। কিন্তু কোনো কিছুতেই ‘পদ্মাবত’-এর মুক্তি আটকে রাখা যায়নি। আদালতের রায়ে ‘পদ্মাবত’-এর মুক্তিতে আর কোনো বাধা নেই। তাই ছবিটির মুক্তি ঠেকাতে এবার বানসালি ও দীপিকাকে জীবন্ত কবর দেওয়ার হুমকি দিলেন উত্তর প্রদেশের উগ্রপন্থী নেতা ঠাকুর অভিষেক সোম। জুম টিভির খবরে প্রকাশ, ভারতীয় টেলিভিশন চ্যানেল সিএনএন নিউজ-১৮-কে সরাসরি সাক্ষাৎকারে জীবন্ত কবর দেওয়ার হুমকি দেন ঠাকুর অভিষেক। উত্তর প্রদেশের এ নেতা বলেন, ‘যদি ছবিটি মুক্তি পায়, তাহলে আমরা সঞ্জয় লীলা বানসালি ও দীপিকা পাডুকোনকে জীবন্ত কবর দেবো।’ ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে ভারতজুড়ে মুক্তি পাচ্ছে ‘পদ্মাবত’। তাই ঠাকুর অভিষেকের এ রকম হুমকি দেওয়া আদালত অবমাননার শামিল। এ রকমটা তাঁকে জানানো হলে তিনি বলেন, ‘আমরা সব সময় পদ্মাবতীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিরুদ্ধে ছিলাম। আমাদের পূর্বপুরুষ তাঁর পূজা করেছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও তাঁর পূজা করে যাবে। আমাদের আত্মসম্মান ও গর্ব নিয়ে খেলা করা উচিত নয়। আমরা ভারতের সুপ্রিম কোর্টকে সম্মান করি; কিন্তু তাদেরও আমাদের অনুভূতি বোঝা উচিত ছিল। তারা ভুক্তভোগী। মাত্র কয়েক দিন আগে তারা রাস্তায় নেমেছে এবং পদ্মাবত নিয়ে তাদের দুঃখের কথা দেশের সবাইকে জানিয়েছে।’ আদালতের রায়কে আমলে নেননি করনি সেনাদের প্রধান নেতা সুখদেব সিংও। ‘পদ্মাবত’-এর মুক্তি ঠেকাতে প্রয়োজনে ভারতের রাষ্ট্রপতির কাছেও যাবেন বলে জানিয়েছেন তিনি। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে ছবিটিকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করব। ছবিটি প্রেক্ষাগৃহে চলছে, তা কখনই আমরা সহ্য করব না। আপনি কীভাবে রাজ্য সরকারের ওপর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন? এটা গণতন্ত্রকে হত্যা করার শামিল। তাহলে সরকার গঠন করে লাভ কি যদি সিদ্ধান্তই না নেওয়া যায়? সুপ্রিম কোর্টকেই বলুন দেশ চালাতে। আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছি। খুব শিগগির আমরা এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে বসব।’ ১৬ শতকের সুফি কবি মালিক মাহমুদ জয়সীর লেখা বিখ্যাত কবিতা ‘পদ্মাবত’কে কেন্দ্র করে লেখা হয়েছে ছবিটির কাহিনী। ছবিতে রানী পদ্মিনীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকোন। তাঁর স্বামী ও মেওয়ারের রাজা রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন শহিদ কাপুর। ছবিটির নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। ছবিটি প্রযোজনা করছে ভায়াকম ১৮। আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীরকে। চলতি বছরের ডিসেম্বরে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে মুক্তি পাচ্ছে পদ্মাবত। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে ‘পদ্মাবত’।


এই বিভাগের আরও