নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে শহীদ আসাদ দিবস পালিত

২০ জানুয়ারি ২০১৮, ০৯:০২ এএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০১:১৭ এএম


নরসিংদীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে  পালিত হচ্ছে শহীদ আসাদ দিবস পালিত
স্টাফ রিপোর্টার, নরসিংদী নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ৬৯ এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদ দিবস। দিবসটি পালন উপলক্ষে শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি, শহীদ আসাদ কলিজয়েট গার্লস হাইস্কুল ও সরকারি শহীদ আসাদ কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এছাড়া সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিকিৎসা ক্যাম্প। গণ-অভ্যুত্থানের মহানায়ক আমানুল্ল¬াহ মোহাম্মদ আসাদুজ্জ্মান ওরফে আসাদ উনসত্তরের ২০ জানুয়ারী পুলিশের গুলিতে শহীদ হন। জাতীয়ভাবেও দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে।


এই বিভাগের আরও