সরকারি আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল
১৬ জানুয়ারি ২০১৮, ০৯:০৫ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৯ পিএম
অনলাইন ডেস্ক
আন্দোলনের মুখে সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।
গভর্নর ফজলে কবীরের সভাপতিত্বে ওই বৈঠকে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য এবং ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা অংশ নেন। এছাড়াও সেখানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক ও সহকারি মুখপাত্র আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, পরীক্ষা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, এই নিয়োগের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। সে জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালের নের্তৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সোনালী ব্যাংক, রাজশাহী উন্নয়ন ব্যাংক-রাকাব, জনতা ব্যাংক ও অর্থমণালয়ের একজন করে প্রতিনিধি সদস্য হিসাবে থাকবেন এবং বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক থাকবেন সদস্য সচিব হিসাবে।
এই কমিটি নিয়োগ পরীক্ষার দায়িত্ব থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের পরীক্ষায় অব্যবস্থা থাকার কারণ অনুসন্ধান করে ব্যাখ্যা-বিশ্লষণসহ প্রতিবেদন জমা দিবে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া কেন পরীক্ষায় অব্যবস্থাপনা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তার ব্যাখ্যা চাওয়া হবে ঢাবির ব্যবস্থাপনা বিভাগের কাছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও ব্যবস্থাপনা বিভাগের ব্যাখ্যা পাওয়ার পর কিভাবে পরীক্ষা নেয়া হবে সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, পরীক্ষা সম্পন্ন করতে যে অর্থ ব্যয় হয়েছে সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিতে না পারায় সেই অর্থ ফেরত চেয়েও ঢাবির ব্যবস্থাপনা বিভাগকে চিঠি দেয়া হবে।
গত ১২ জানুয়ারি বিএসসির অধীনে সরকারি আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় নানা অনিয়মের ঘটনায় ওই দিনই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীক্ষা বাতিলের দাবিতে একটি পেজ খুলে প্রচারণা চালান ও রোববার বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের জন্য নিজেরা একত্রিত হওয়ার ঘোষণা দেন। সে অনুযায়ী এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা।
রাষ্ট্রায়ত্ত সরকারি আট ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা বাতিল, সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য সচিব মোশাররফ হোসেন খানের পদত্যাগ এবং পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষা নেয়াসহ বিভিন্ন দাবিতে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো সোমবার মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর ছয় দফা দাবিতে স্মারকলিপি দেন তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
- রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরও জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- নরসিংদীতে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
- বেলাবতে অনুপস্থিতিসহ দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের অপসারণ দাবি
- মাধবদীতে জুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
- এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের আন্দোলন: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি
- স্ত্রীর সঙ্গে কলহের জেরে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা
- যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময়
- আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে: খায়রুল কবির খোকন
এই বিভাগের আরও