নরসিংদীতে লকডাউনে বিধিনিষেধ অমান্যে ৭৫ মামলায় জরিমানা

০৮ জুলাই ২০২১, ০৮:৪৭ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ১২:৪২ পিএম


নরসিংদীতে লকডাউনে বিধিনিষেধ অমান্যে ৭৫ মামলায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৭৫টি মামলায় ৭৮ হাজার ৮ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন উপজেলায় ১০টি ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ অমান্য করায় ১০টি ভ্রাম্যমাণ আদালতে ৭৫টি মামলায় ৭৮ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে নরসিংদী সদর পৌরসভা, মাধবদী পৌরসভা এবং রায়পুরা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া শিবপুর এবং বেলাবো উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করেন।



এই বিভাগের আরও