চোখ জুড়ানো নরসিংদীর হলুদের রাজ্য ঘুরে আসুন

০৭ জানুয়ারি ২০১৮, ০৬:৫৮ এএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৫ পিএম


চোখ জুড়ানো নরসিংদীর হলুদের রাজ্য ঘুরে আসুন
কুয়াশার চাদরে ঢাকা ঝিকিমিকি সকালে হলুদের রাজ্য দেখার আদর্শ জায়গা এখন নরসিংদী। সরিষা ফুলে ফুলে হলদে সৌন্দর্য দেখার এখনই সময়। যত দূর চোখ যায়, শুধু হলুদ আর হলুদ। চোখ জুরিয়ে যাবে দেখতে দেখতে। শহরের ব্যস্থতা ও ক্লান্তবোধ থেকে মুক্তি পেতে চলে যান এই হলুদে ঘেরা রাজ্য দেখতে। পরিবার অথবা বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে আসুন। তবে ছবি তুলতে ভুলবেন না। হলুদিয়া পাখি হয়ে ফুটে উঠুন। স্থান: চান্দের পাড়া (নরসিংদী) যেভাবে আসবেন: ঢাকা থেকে বাস অথবা ট্রেনে নরসিংদী। বাস স্ট্যান্ড বা রেল ষ্টেশন থেকে অটো ওয়ালা কে সুইস গেট বলবেন। নিয়ে যাবে। সুইস গেট আর চান্দের পাড়া পাশাপাশি। চান্দের পাড়া বললে সবাই চিনে না তাই সুইস গেট এর কথা বললাম। ভাড়া: ঢাকা থেকে নরসিংদী ২৫ টাকা (লোকাল) আন্তঃনগরের ৬৫ টাকা।


এই বিভাগের আরও