প্রসঙ্গ : হেপাটাইটিস বি ভ্যাকসিন

০৪ জানুয়ারি ২০১৮, ০৯:০৪ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৬ এএম


প্রসঙ্গ : হেপাটাইটিস বি ভ্যাকসিন
যাদের এখনো হেপাটাইটিস বি ভ্যাকসিন দেয়া হয় নাই, তারা অতিশীঘ্রই ভ্যাকসিন টি দিয়ে দিন। * হেপাটাইটিস বি একটি ভাইরাস, যা দিয়ে জন্ডিস থেকে শুরু করে মারাত্মক লিভার ক্যানসার পর্যন্ত হতে পারে। অনেক সময়ই রোগের উপসর্গ কয়েক বছর পর দেখা যায়। * ভ্যাকসিন দেয়ার আগে অবশ্যই আপনাকে প্রথমে HBsAg (ELISA) test করে নিতে হবে. এই টেস্ট নেগেটিভ হলেই ভ্যাকসিন দিতে পারবেন।  * ভ্যাকসিন টি বাজারে Engerix-B / Hepa B নামে পাওয়া যায়। * ডোজ শিডিউল : For adults: Engerix B(1ml)/Hepa-B(1ml) 1st Dose: যেকোন দিন 2nd Dose: 1 month after 1st dose 3rd Dose: 2 month after 1st dose 4th Dode : 1 year after 1st dose ডাঃ হাবিবুর রহমান মাসুম মেডিকেল অফিসার, ইবনে সিনা হাসপাতাল,ঢাকা  


এই বিভাগের আরও