সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

০১ জানুয়ারি ২০১৯, ০৬:১৩ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পিএম


সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বই উৎসবের উদ্বোধন পর মঙ্গলবার দুপুরে শহরের নরসিংদীর সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরন করেন, নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মো. হেলাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম জামেরী হাসান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: ইব্রাহিম টিটন, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মিজানুর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন, ডা: মোঃ আশরাফুল আলম ও সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন সরকার।

এসময় স্কুলের ৬০ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন অতিথিরা। এ বছর বই উৎসবে জেলায় ৪৯ লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।



এই বিভাগের আরও