নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম


নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন সমূহ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদী শহরের শিক্ষা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, নরসিংদী সদর-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া, জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসাইন এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মাহফুজুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী সদর উপজেলা জামায়াতের আমীর মাহফুজ ভূইয়া। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে দেশ ছাড়া করা সম্ভব হয়েছে। তাই আমাদের প্রথম দাবি হলো—জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আইনগত ভিত্তিতে "জুলাই সনদ" নিশ্চিত করা। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা করা হয়েছে—এর সুষ্ঠু বিচার করতে হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিক্ষা চত্ত্বর এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের গিয়ে শেষ হয়।



এই বিভাগের আরও