নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

২৮ আগস্ট ২০২৩, ০৯:৩৮ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০১:১৯ পিএম


নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৮ আগষ্ট) সদর মডেল থানা পলিশের এক প্রেস বিজ্ঞপিতে এ তথ‍্য জানানো হয়।

এর আগে রোববার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো, রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার আব্দুল হাই এর ছেলে শামীম (৩০) ও শিবপুর উপজেলার কারারচর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আল আমিন (২৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ঘোড়াদিয়াস্থ সঙ্গীতা মোড় ইসলামী লাইব্রেরির সামনের রাস্তা থেকে উল্লেখিত দুই ব‍্যক্তিকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এ বিষয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া শামীমের বিরুদ্ধে শিবপুর থানায় ৫টি ও আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে রায়পুরা থানায় ৭টি মামলা রয়েছে।