নরসিংদীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা

১৯ জুলাই ২০২৩, ০৫:১৯ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ০১:১৫ পিএম


নরসিংদীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উন্নয়ন শোভাযাত্রা শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে শান্তি সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সভাপতি একরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ ভূঁইয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিগত বছরগুলোতে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও সমৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারা।


এই বিভাগের আরও