ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে অভিযান, জরিমানা

১১ জুলাই ২০২৩, ০৩:১৫ পিএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম


ডেঙ্গু প্রতিরোধে নরসিংদীতে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
রেস্টুরেন্ট এবং নির্মানাধীন ভবনের মেঝে, লিফটের গর্ত এবং ড্রেনে এডিস মশার লার্ভা পাওয়ায় নরসিংদীতে ৪ টি প্রতিষ্ঠানের মালিককে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। এসময়, পৌর শহরের উপজেলা মোড় এবং ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪ টি মামলায় মোট ৩৪ হাজার টাকা পরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্মানাধীন স্থাপনায় জমানো পানি, ট্যাংক এবং ফুলের টবে জমে থাকা পানি থেকে ডেঙ্গু লার্ভা উৎপন্ন হচ্ছে উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতনতার আহবান জানায় জেলা প্রশাসন। এসময়, জেলা প্রশাসনের কর্মচারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, অপরিচ্ছন্ন পানিতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাওয়ায় শহরের উপজেলা মোড় এলাকার আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট , সিংকো ডেপলাপমেন্ট, কোঠাবাড়ি প্রপার্টিজ এবং নদীবাংলা ডেপলাপমেন্ট নামে ৩ টি ভবনের মালিকের কাছ থেকে নগদ জরিমানা আদায় হয়েছে।



এই বিভাগের আরও