নরসিংদীতে বিদেশ ফেরতদের পুনরেত্রিকরণ সেমিনার অনুষ্ঠিত 

২৪ মে ২০২৩, ০৪:১৪ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৯:০০ পিএম


নরসিংদীতে বিদেশ ফেরতদের পুনরেত্রিকরণ সেমিনার অনুষ্ঠিত 
 
তৌহিদুর রহমান:
বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে পুনরেত্রিকরণ সেমিনার করেছে ব্র্যাক মাইগ্রেশন ফোরাম নরসিংদী শাখা। মঙ্গলবার সকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
 
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মিজানুর রহমান। সেমিনারে বিদেশ হতে ফেরত অভিবাসীরা তাদের অভিজ্ঞতা ও নানান অসঙ্গতি তুলে ধরেন। এসময় উপার্জনের জন্য বিদেশ যেতে হলে সঠিক মাধ্যম ও দক্ষ হয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। বিদেশ ফেরতদের নানান সমস্যা সমাধানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কস ইন বাংলাদেশের কার্যক্রম তুলে ধরা হয়। 
 
সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউসার সুমন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কফিলউদ্দিন ভুইয়া, সদর মডেল থানার ওসি (তদন্ত) হারুন অর রশীদ, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রাকিবুল হোসেন, নুরুল ইসলামসহ বিভিন্ন সরকারী দফতরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। 


এই বিভাগের আরও