নরসিংদী শহরের পুকুরে গোসলে নেমে কিশোরের মৃত্যু

২৩ মে ২০২৩, ০৬:৫৮ পিএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম


নরসিংদী শহরের পুকুরে গোসলে নেমে কিশোরের মৃত্যু
উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ সুপ্ত কর (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার সরকারী মহিলা কলেজ সংলগ্ন প্রসন্ন সাহার পুকুর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রায়হান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সুপ্ত কর (১৪) শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও সদর উপজেলার পাঁচদোনার স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকুমার চন্দ্র করের ছেলে। পরিবারটি নরসিংদী শহরের পশ্চিম কান্দা পাড়া এলাকার একটি ভাড়াবাড়িতে বসবাস করেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে কমবয়সী আরও দুই কিশোরকে নিয়ে বৃষ্টিতে ভিজছিল সুপ্ত। পরে তারা ওই পুকুরটিতে গোসল করতে নামে। একপর্যায়ে সুপ্ত নামের ওই কিশোর পুকুরের পানিতে তলিয়ে যায়। খোঁজাখুঁজি করেও তাঁর কোন সাড়াশব্দ না পেয়ে বাকী দুই কিশোর চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে ঘটনা জানান।

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরের পানিতে নেমে ওই কিশোরকে উদ্ধার করেন। পরিবারের সদস্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির জানান, পুকুরে ডুবে যাওয়া ওই কিশোরকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণার পরপরই তাঁর লাশ ময়নাতদন্ত করার জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার মো. রায়হান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পাওয়ার পর আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই। সাঁতার না জেনে পানিতে নামায় এই ঘটনা ঘটে থাকতে পারে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, পুকুরের পানিতে ডুবে নিহত সুপ্ত কর নামের ১৪ বছর বয়সী ওই কিশোরের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ নেই, তারা এরই মধ্যে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করেছেন। আবেদন মঞ্জুর হলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে।



এই বিভাগের আরও