এক গ্রামের ৭৫ গ্র্যাজুয়েট পেল সম্মাননা

২৯ এপ্রিল ২০২৩, ০৬:৪৮ পিএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম


এক গ্রামের ৭৫ গ্র্যাজুয়েট পেল সম্মাননা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলার করিমপুরে গ্র্যাজুয়েটদের সম্মানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে করিমপুর বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ব্যাংকের করিমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট।

এসময় করিমপুর গ্রামের নতুন পুরাতন মিলিয়ে মোট ৭৫ জন গ্র্যাজুয়েটের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নরসিংদী শাখার প্রধান আলিমুর রহমান। করিমপুর গ্র্যাজুয়েট ক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংকের করিমপুর বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্ত্বাধিকারী ওমর ফারুক মোল্লা। এছাড়াও সুধী সমাজের প্রতিনিধি এবং সম্মাননা প্রাপ্তদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গ্র্যাজুয়েশন শেষ করা যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনবল তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি আলিমুর রহমান বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করা ব্যাক্তিদের আজ সম্মাননা দিয়েছি। ফ্রেশ গ্র্যাজুয়েটরা কেউ যদি উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে চায় সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহায়তা করবো।



এই বিভাগের আরও