নরসিংদী সদর হাসপাতালে তাঁর খোঁজে আসেননি কেউ !
২৭ জুন ২০২২, ১০:৫৭ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ এএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন থাকার পর আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। নাম-পরিচয় জানতে না পারা ওই ব্যক্তির লাশ শনাক্তের জন্য এখনও কাউকে খুঁজে পাওয়া যায়নি।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, গত ২৪ জুন শুক্রবার ভোরের দিকে কে বা কারা অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন। ওই সময় তারা হাসপাতালটির জরুরি বিভাগের বারান্দার সামনে তাকে ফেলে চলে যান। অজ্ঞান অবস্থায় সেখানে তাকে পড়ে থাকতে দেখেন চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও তাদের স্বজনরা। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের সহকারীরা তাকে উদ্ধার করেন। পরে তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি রাখা হয়। তাঁর ব্যবস্থাপত্রে উল্লেখিত নামের স্থানে 'অজ্ঞাত' ও বয়সের স্থানে '৫৫' লেখা।
চিকিৎসকরা বলছেন, গত শুক্রবার ভোর থেকে সোমবার বিকেল সাড়ে ৫টার পর্যন্ত এই তিনদিন হাসপাতালটির পুরুষ ওয়ার্ডের একটি বেডে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর হৃদরোগ ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। এছাড়াও রক্তশুন্যতায় ভুগছিলেন তিনি। সোমবার বিকেল সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পরে তাঁর লাশ এই হাসপাতালেরই মর্গে পাঠানো হয়। গত তিনদিনে তাঁর খোঁজ নিতে কেউ আসেননি। কি তাঁর নাম-পরিচয়? তাঁর পরিবারের সদস্যরাই বা কোথায়?
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লোপা চৌধুরী জানান, একটা মানুষ তিনদিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেন, অথচ তাঁর খোঁজ নিতে কেউ এলেন না। বিষয়টি খুবই দুঃখজনক। মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য নরসিংদী মডেল থানা-পুলিশকে বিস্তারিত জানানো হয়েছে। পুলিশ তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, আমরা মারা যাওয়া ব্যক্তির পরিবারের সদস্য বা স্বজনদের খোঁজে বের করার চেষ্টা করছি। আশা করছি তাঁর নাম-পরিচয় আমরা উদ্ধার করতে পারবো। যদি পরিবারের সদস্য বা স্বজনদের কারো খোঁজ না পাওয়া যায় তবে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে