মনোহরদী থানায় ফোন, ২০ মিনিটেই খাদ্যসামগ্রী নিয়ে হাজির পুলিশ

০৮ এপ্রিল ২০২০, ০৯:৪৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ১১:১১ পিএম


মনোহরদী থানায় ফোন, ২০ মিনিটেই খাদ্যসামগ্রী নিয়ে হাজির পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর মনোহরদীতে থানায় ফোন দেয়ার ২০ মিনিটের মধ্যেই হোম কোয়ারেন্টিনে থাকা পরিবারের জন্য খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয় পুলিশ। বুধবার (০৮ এপ্রিল) মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান এর নির্দেশে এসব খাদ্যসামগ্রী পাঠানো হয়।

হোম কোয়ারেন্টিনে থাকা পরিবার ও পুলিশ জানায়, মনোহরদী থানাধীন হোমকোয়ারেন্টাইনে থাকা একটি পরিবার থেকে থানায় ফোন করে জানানো হয় যে, তাদের খাদ্যসামগ্রীর প্রয়োজন। ফোন পাওয়ার পর মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান এর নির্দেশে ২০ মিনিটের মধ্যে খাদ্য সামগ্রী নিয়ে ওই বাড়িতে হাজির হয় থানা পুলিশ।

করোনা ভাইরাস মোকাবিলায় অলি-গলিতে টহল দেয়া ছাড়াও সচেতনতামূলক মাইকিং করে জনগণকে সতর্ক করছে জেলা পুলিশ। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কোনো প্রয়োজনে থানায় ফোন করে সহায়তা নিন। আমরা আপনার প্রয়োজনে চলে আসব।

এমন মাইকিং শুনে থানায় ফোন করেন ওই গৃহবধু। পুলিশের এমন মানবিক আচরণে বিস্ময় প্রকাশ করে গৃহবধু বলেন “আমিতো অবাক! এমনও হয়! রাস্তায় বারবার মাইকিং হচ্ছিল ‘থানায় ফোন করে সহায়তা নিন। আমরা আপনার প্রয়োজনে চলে আসব। সাহস করে ফোন দিলাম থানায় বললাম, হোমকোয়ারেন্টাইনে থাকার কারণে বের হতে পারছি না, কিন্তু আজ বাজার করা খুব প্রয়োজন। বিশ্বাস করুন মাত্র ২০ মিনিটেই তারা আমাকে খাদ্য সামগ্রী এনে দিয়েছেন।



এই বিভাগের আরও