মনোহরদীতে পৌর মেয়র কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

০৬ এপ্রিল ২০২০, ০১:১০ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৫ এএম


মনোহরদীতে পৌর মেয়র কর্তৃক খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

মনোহরদী প্রতিনিধি:  
করোনা ভাইরাসজনিত সংকটে নরসিংদীর মনোহরদী পৌরসভায় কর্মহীন লোকজনের মধ্যে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন। তিনি এ পর্যন্ত ২৬শত দরিদ্র পরিবারের মাঝে নিজ অর্থায়নে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।

এছাড়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখায় সচেতনতা তৈরি, নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ রাখা, পৌর এলাকার বিভিন্ন স্থানে নিজ হাতে জীবাণুনাশক স্প্রে, জনসচেতনতা সৃষ্টিসহ করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।


মেয়র আমিনুর রশিদ সুজন পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনার ঘরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য খাবার না থাকলে বা না পেয়ে থাকলে লজ্জা পাবেন না। আমি আমিনুর রশিদ সুজন আপনাদেরই সন্তান, ভাই, বন্ধু ও সেবক। অনুগ্রহ করে আমাকে শুধু মোবাইলে একটি মেসেজ দিন। আমি কথা দিলাম আপনার পরিচয় গোপন রেখে আপনার ঠিকানায় খাদ্যসামগ্রী পৌঁছে দেবো। মনে রাখবেন আপনারাই আমার পরিবার।



এই বিভাগের আরও