আপনারা বাড়িতে থাকুন, খাবার আমরাই পৌঁছে দেবো

০১ এপ্রিল ২০২০, ১২:২৮ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০২:২১ পিএম


আপনারা বাড়িতে থাকুন, খাবার আমরাই পৌঁছে দেবো

মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে হতদরিদ্রদের বাড়িবাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও মাস্ক  বিতরণকালে হতদরিদ্র পরিবারের উদ্দেশ্যে বলেন, আপনারা বাড়িতে থাকুন, খাবার আমরাই পৌছে দেবো। 

মঙ্গলবার (৩১ মার্চ) মনোহরদীতে দিনব্যাপি “ঘরে থাকুন নিজে বাঁচুন ও অন্যকে বাঁচতে দিন” এই স্লোগানকে সামনে রেখে করোনাভাইরাস প্রতিরোধে যৌথ অভিযান পরিচালনা হয়।  অভিযানটি পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। এবং বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে হতদরিদ্রদের মাঝে বাড়িবাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান এর পরিচালনার সেনাবাহিনীর ক্যাপ্টেন কায়েস এর নেতৃত্বে ১২ সদস্যের একটি টিম, মনোহরদী থানা ওসি (তদন্ত) আবুল কালাম  এর নেতৃত্বে  মনোহরদী থানা ও রামপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ৯ সদস্যের একটি টিম উপজেলার বিভিন্ন গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন। এছাড়াও বিভিন্ন বাজারে গিয়ে খোঁজ নেন লোকজন ও ব্যাবসায়ীরা নির্দেশনা মানছে কিনা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি নিচ্ছেন কিনা।

করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু বলেন, আপনারা আতঙ্কিত হবেননা সচেতন হউন। সরকারের নির্দেশনাগুলো মেনে চলুন। সামাজিক দুরত্ব বজায় রাখুন। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতেও পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, আপনারা বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন, খাবার আমরাই পৌছে দেব।



এই বিভাগের আরও