মনোহরদীতে স্কুলছাত্রীকে উক্ত্যক্তকারী আটক
১৪ মার্চ ২০২০, ০৭:৩৬ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় দ্বীন ইসলাম (১৭) নামে উক্ত্যক্তকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে রামপুর উচ্চ বিদ্যালয়ে সালিসের মধ্য থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত দ্বীন ইসলাম মনোহরদী উপজেলার পশ্চিম রামপুর তাতারকান্দা গ্রামের মাইন উদ্দিনের ছেলে। ভূক্তভোগী ছাত্রী ওই রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিরর ছাত্রী। তার বাড়ী পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার কাজিরচর গ্রামে।
স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ জানায়, গত ৮ মার্চ (রবিবার) বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়ী যাওয়ার পথে বিদ্যালয়ের অদূরে বাঁশঝাড়ের কাছে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দ্বীন ইসলাম, আতিক হাসান সাব্বির এবং সুজন তার পথরোধ করে। এ সময় স্কুলছাত্রী পালানোর চেষ্টা করলে দ্বীন ইসলাম তার ওড়না ধরে টানাটানি করতে থাকে। এক পর্যায়ে তারা ওই ছাত্রীকে বাঁশঝাড়ের ভিতর নেওয়ার চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে উত্ত্যক্তকারীরা পালিয়ে যায়।
পরদিন ছাত্রীর বাবা-মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিলের কাছে এ ঘটনার বিচার দাবি করেন। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান এবং বিদ্যালয় কর্তৃপক্ষ উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে ঘটনাটি মিমাংসা করার চেষ্টা করতে থাকেন। শনিবার সকালে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে উভয় পক্ষকে নিয়ে রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে সালিশ দরবার বসানো হয়। খবর পেয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সেখানে উপস্থিত হয়ে অভিযুক্ত দ্বীন ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, ‘যেহেতু দুজনই আমার বিদ্যালয়ের শিক্ষার্থী তাই বিষয়টি মিমাংসার চেষ্টা করেছিলাম।’
খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল বলেন, ‘অভিযোগ পাওয়ায় বিষয়টি জানার জন্য দুই পক্ষকেই বিদ্যালয়ে ডাকা হয়েছিল। তবে মিমাংসা দেওয়ার জন্য আমরা বসিনি।’
মনোহরদী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ইভটিজিংয়ের ঘটনা মিমাংসা দেওয়ার চেষ্টা চলছে এমন সংবাদ পেয়ে রামপুর উচ্চ বিদ্যালয় থেকে অভিযুক্ত দ্বীন ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
- হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
- রায়পুরায় দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩
- ইলিশ রক্ষায় আজ থেকে জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর
- রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাত ভাইয়েরা
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
- হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬