মনোহরদীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

২৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পিএম


মনোহরদীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মনোহরদী প্রতিনিধি: 
হিন্দু ধর্মীয় সর্ব বৃহৎ অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় এবং সূষ্ঠু ও সু-শৃঙ্খল ভাবে উদযাপনের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর (রোববার) বিকেলে মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলায় এবার মোট ৪৪ টি মন্ডবে পূজা উদ্যাপিত হবে। উপজেলা নির্বাহী অফিসার শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।


শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রিয়াশীষ রায়, সহকারী কমিশনার (ভূমি) আসসাদিক জামান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) লায়ন এম এস ইকবাল আহমেদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) আফরুজা সুলতানা রুরী, থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিনোদ দেবনাথ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার পূজা মন্ডপ কমিটির ভক্ত ও পূজারীগণ।