মনোহরদীতে পোঁকায় ধরা খাবার অযোগ্য ভিজিএফ’র চাল সরবরাহ
০৬ আগস্ট ২০১৯, ০৮:০৩ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ এএম

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর মনোহরদী পৌরসভায় ভিজিএফ কার্ডধারী দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য খাদ্য গুদাম থেকে পোঁকায় ধরা, নিম্নমানের এবং খাবার অযোগ্য চাল সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে চাল বিতরণের সময় ভিজিএফ কার্ডধারীদের অভিযোগের প্রেক্ষিতে মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন খাদ্য গুদাম থেকে পাঠানো ৪৬.২১৫ মেট্রিক টন চাল ফেরত দিয়েছেন।
খবর পেয়ে খাদ্য পরিদর্শক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আজহার মনোহরদী পৌরসভায় আসেন। এসময় চাল নিতে আসা কার্ডধারীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর পুণরায় গুদাম থেকে ভালোমানের চাল এনে কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়।
এদিকে উপজেলার শুকুন্দী, চন্দনবাড়ী, একদুয়ারিয়া, লেবুতলা, দৌলতপুর, কাচিকাটা, গোতাশিয়াসহ ১২টি ইউনিয়নেও এমন পোঁকায় ধরা চাল খাদ্য গুদাম থেকে সরবরাহ করা হয়। বাধ্য হয়ে এসব চাল নেয়ার সময় কার্ডধারীরা নিম্নমানের চাল সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
পবিত্র ঈদুল আজহা উপলে সরকারের বরাদ্ধ দেয়া বিনামূল্যের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ঈদের আগেই এসব চাল বিতরণের নির্দেশনা রয়েছে। প্রত্যেক কার্ডধারীরা বিনামূল্যে ১৫ কেজি চাল পাবেন।
সে অনুযায়ী মনোহরদী পৌরসভার তিন হাজার ৮১ জন ভিজিএফ কার্ডধারীদের মাঝে বিতরণের জন্য পাওয়া বরাদ্দের অংশ হিসেবে এই চাল পৌরসভায় পাঠানো হয়েছিলো।
জানা যায়, মনোহরদী পৌরসভা ও উপজেলার ১২ টি ইউনিয়নে ২৮৬ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়। মঙ্গলবার (৬ আগস্ট) ১২ ইউনিয়ন ও মনোহরদী পৌরসভায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। মনোহরদী পৌরসভায় চাল বিতরণের সময় কার্ডধারীরা চালে পোকা দেখতে পেয়ে তা নিতে অপারগতা প্রকাশ করেন। পরে পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন।
মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন বলেন, ‘মনোহরদী পৌর এলাকার ভিজিএফ কার্ডধারীদের মাঝে ঈদুল আহজার আগে কার্ডপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করার কথা। সে অনুযায়ী উপজেলা খাদ্য গুদাম থেকে চাল পাঠানোর পর বস্তা খোলা হলে চালে প্রচুর পোঁকায় পাওয়া যায় এবং তা অতি নিম্নমানের ও খাবার অনুপযোগী। এসব চাল পৌরবাসীর মাঝে বিতরণ কার্যক্রম শুরু করলে তারা প্রতিবাদ করেন। পরে এসব চাল ফেরৎ পাঠালে গুদাম কর্তৃপক্ষ ভালেমানের চাল সরবরাহ করেন।’
জানা যায়, চাল ক্রয় অভিযান চলাকালে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে কম দামে পোঁকায় ধরা চাল সংগ্রহ করে খাদ্য গুদামে রাখা হয়। নীতিমালা লঙ্ঘন করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আকবর হোসেন মিয়া ও খাদ্য গুদাম কর্মকর্তা মো. আলী আজহার যোগসাজসে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে উৎকোচ নিয়ে ওই চাল কিনেন বলে অভিযোগ রয়েছে।
চালের মানের বিষয়ে উপজেলা খাদ্য পরিদর্শক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আজহারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এই চাল প্রায় এক বছর আগে গুদামে ঢুকানো হয়েছে। তবে এসব চালে কোন দুর্গন্ধ নেই। তাছাড়া এসব চাল খাবার উপযোগী।’
আলী আজহার আরও বলেন, ‘মনোহরদী পৌরসভার বরাদ্দের মধ্যে সোমবার যে ৪৬.২১৫ মেট্রিক টন চাল পাঠানো হয়েছিলো তার মধ্যে কয়েকটি বস্তার চালে একটু সাদাটে ভাব ছিলো। দীর্ঘদিন খাদ্যগুদামে থাকার কারণে এই সমস্যা তৈরী হয়েছে। মেয়র মহোদয়ের অভিযোগের প্রেক্ষিতে আমরা এগুলো বদলে অন্য চাল দিয়েছি।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আকবর হোসেন মিয়ার কার্যালয়ে গিয়ে তাকে না পেয়ে তার ব্যবহৃত মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিন আফজাল বলেন, পোঁকায় ধরা ভিজিএফ চাল বিতরণের বিষয়টি আমার জানা নেই। যদি এমনটি ঘটে থাকে তাহলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত
- রায়পুরায় দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- নরসিংদী -৩ (শিবপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ
- বিএনপি সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না :ড. মঈন খান
- বর্তমান সংবিধান সাধারণ মানুষের সংবিধান নয় : সারোয়ার তুষার
- শিবপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করল চাচাতো ভাইয়েরা
- পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
- চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান
- সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- শিবপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে ছাত্র-শিক্ষক আহত